উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হল মঙ্গলবার থেকে

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হল মঙ্গলবার থেকে। এদিন  কর্নজোড়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করল সি পি আই এম। পুরসভার মোট ২৭ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৯ টি আসনে প্রার্থী পদ দাখিল করল সি পি আই এম। যদিও সি পি আই এম নেতা কার্তিক দাস জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি বিচার করে আরও বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হতে পারে।
এদিকে পুরসভা নির্বাচনে কংগ্রেস ও সি পি আই এম অলিখিতভাবে জোট করলেও ভোটের দিন এগিয়ে আসতেই কংগ্রেস নেতৃত্ব তথা কংগ্রেস কাউন্সিলারদের দলে দলে তৃনমূল কংগ্রেসে যোগদান  করায় বিপাকে পরেছে বাম-কংগ্রেস জোট। বেশীরভাগ কংগ্রেস নেতৃত্ব তৃনমূলে চলে যাওয়ায় সি পি আই এম এখন পুরসভার সবকটি আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে জেলা সি পি আই এম। আপাতত মঙ্গলবার দলের পক্ষ থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।